জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ০৩/০৯/১৯৭২ খ্রিঃ তৎকালীন নূরবাগ কৃষি খামারটির (বর্তমান হর্টিকালচার সেন্টার,মৌচাক,গাজীপুর) উন্নয়ন ও সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়কে দায়িত্ব দেন। কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক তখন থেকে এটি হর্টিকালচার সেন্টার হিসেবে আত্নপ্রকাশ করে। তারই ধারাবাহিকতায় বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং এর তত্ত্বাবধানে সেন্টারটি চারা/কলম উৎপাদন ও বিতরণ এবং কৃষক প্রশিক্ষণসহ নানাবিধ সরকারী কার্যক্রম অব্যাহত রেখেছে। সেন্টারটি ৩০/১০/২০১৪ খ্রিঃ তারিখে নূরবাগ হর্টিকালচার সেন্টারের পরিবর্তে হর্টিকারচার সেন্টার, মৌচাক, গাজীপুর নামে আত্নপ্রকাশ করে। সেন্টারটি “এ”, “বি” ও “সি” তিনটি ব্লকে বিভক্ত। সেন্টারটির মোট জমির পরিমাণ “এ” ব্লক (১২.৫২ একর), “বি” ব্লক (১০.০০ একর) এবং “সি” ব্লক (৪.৫০ একর)। বর্তমানে “এ” ব্রকে ৬৯ টি ফলের ১৭০ টি জাত এবং “বি” ব্লকে ৫৩ টি ফলের ১১২ টি জাত রয়েছে। “এ” ব্লকে মোট গাছের সংখ্যা ১৯৬৭ টি ও “বি” ব্রকে মোট গাছের সংখ্যা ১৪০৬ টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS